ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির জয়

লোকমান বিন নূর হাসেম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ১২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশির জয়

সৌদি সংবাদদাতা : সৌদি আরব কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় ৩য় গ্রুপে বিশ্বের মধ্যে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ।

বুধবার পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা তার হাতে তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল। মোট ১০৩ দেশের ১৪৬ জন হাফেজ এই কোরআত তেলোয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিহাব ঢাকা যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র। তার বাড়ি কুমিল্লায়।

পবিত্র কাবার নতুন ভবনে আয়োজিত ৪১তম কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিহাবের এই বিজয়ে সৌদি প্রবাসী বাংলাদেশিরা উল্লাস প্রকাশ করেছে। প্রবাসী বাংলাদেশিরা বলেন, এই জয় বিশ্বে আমাদের সুনাম বৃদ্ধি করবে।

 

রাইজিংবিডি/সৌদি আরব/১২ সেপ্টেম্বর ২০১৯/লোকমান বিন নূর হাসেম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়