ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রোমে সালভিনির মহাসমাবেশ

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোমে সালভিনির মহাসমাবেশ

ইতালির রাজধানী রোমের ঐতিহাসিক সান জোভান্নী চত্বরে প্রায় দুই লক্ষাধিক লোকের সমাগমের ‘গর্বিত ইতালিয়ান’ শীর্ষক মহাসমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ‘সরকারকে বাড়ি পাঠিয়ে, দ্রুত সময়ে ক্ষমতায় আসা’র কথা বলেন, দেশটির সংসদের প্রধান বিরোধীদল লেগা নর্দের সাধারণ সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি। এ সময় তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন।

ফোর্জা ইতালিয়ার নেতা সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি সান জিওভানির মঞ্চ থেকে বলেছেন, নির্বাচিত নয় এমন একটি সরকার বাসায় ট্যাক্স, হাতকড়া পাঠাচ্ছে। আমলাতন্ত্র, নিয়ন্ত্রণ বহিভূত বিচার করা ছাড়া, আমরা এখানে সরকারকে কিছু বলতে চাইছি না।

ফ্রাতেল্লি দি ইতালিয়ার নেতা জর্জা মেলোনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, বিদেশিদের নাগরিকত্ব তাদের অধিকার নয়, আমাদের উপহার। কিন্তু এই সরকার নিজেদের স্বার্থে বিদেশিদের নাগরিকত্ব দেবার চেষ্টা করছে, যা প্রতিহত করা হবে।

মাত্তেও সালভিনি অভিবাসীদের ইস্যুতে, বিদেশিদের মাধ্যমে সরকারের হাত আমাদের রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন।

গত আগস্টে ক্ষমতা হারানোর এটাই লেগা নর্দের প্রথম  সমাবেশ হলো।



ইতালি/স্বপন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়