ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোমে সিলেট উৎসব

ইতালি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোমে সিলেট উৎসব

জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালি আয়োজিত বিশ্ব সিলেট উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে  প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অলিউদ্দিন শামিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জায়েদুল হক মুকুল। অতিথি ছিলেন ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান,  সহ-সভাপতি এ কে আজাদ খোকন, বাহারাইন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কায়েশ আহাম্মেদ, সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু।

আরো উপস্থিত ছিলেন মুহিব উদ্দিন চৌধুরী, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, শামীম আহম্মেদ, শাহরিয়ার আহমেদ সুমন, জাহাঙ্গীর খান, মোহাম্মদ আব্দুল ওদুদ দীপক,বাহার উদ্দিনসহ রোমের বাঙারি কমিউনিটির নেতারা।

অনুষ্ঠানে ইউরোপ ও ইতালির বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন সংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। শেষে লন্ডন থেকে আগত শিল্পী শতাব্দী কর, রোমের শহীদ সাদ, সবুজ ও বাবু বাঙাল সঙ্গীত পরিবেশন করেন।


ইতালি/ইসমাইল হোসেন স্বপন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়