ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাপান আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

পি আর প্ল্যাসিড || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ২৭ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপান আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

জাপানে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ চার ভাগে বিভক্ত। তার একটি গ্রুপ গত ২২ ডিসেম্বর টোকিওর কিতা ওয়ার্ডস্থ আকাবানে ভিবিও হলে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভার আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাপানে প্রবীণ আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন মাহমুদ রবি চৌধুরী, সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন সরকার এবং অনুষ্ঠান পরিচালনা করেন এম এ মামুন।

কোরআন তেলাওয়াত পাঠ করার মাধ্যমে এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু করা হয়। একই সাথে দোয়া ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন জাপান শাখার সভাপতি মোহাম্মদ হানিফ, ব্যবসায়ী বশির আহমেদ, আলামিন খান, সাবেক ছাত্রনেতা নেওয়াজ শরীফ বিজয় দিবস ও জাপানে আওয়ামী রাজনীতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।

আগামীতে জাপানে কর্মী সম্মেলন করে দলের কার্যকরী পরিষদের সদস্য নির্বাচন করতে রবি চৌধুরীকে সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান করে একটি কমিটি করা হয়।

 

 

জাপান/পি আর প্ল্যাসিড/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়