ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইতালিতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

ইসমাইল হোসেন স্বপন, ইতালি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইতালিতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল

করোনাভাইরাসের সংক্রমণে ইতালিতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। সময় যত যাচ্ছে, দেশটিতে ততই বাড়ছে মৃতের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে আক্রান্ত মানুষের সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন আরো ৬৮৩ জন। এ নিয়ে ইতালিতে করোনায় মারা গেলেন মোট ৭ হাজার ৫০৩ জন।

বুধবার দেশটিতে নতুন করে আরো ৫ হাজার ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে মোট করোনা আক্রান্ত মানুষ ৭৪ হাজার ৩৮৬ জন।

এছাড়া, ইতালিতে বুধবার ১ হাজার ৩৬ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ৯ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। তাদের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।

শুধু ইতালির উত্তরাঞ্চলের লোম্বার্ডি অঞ্চলেই করোনা আক্রান্ত মানুষ ৩২ হাজার ৩৪৬ জন। মারা গেছেন ৪ হাজার ৪৭৪ জন। ইতালিতে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লোম্বার্ডি অঞ্চল।

 

স্বপন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়