ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোমে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৪, ২৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোমে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপন

ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

করোনাভাইরাসের কারণে ইতালি সরকারের কঠোর নিষেধাজ্ঞা থাকায়  দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সীমিত আকারে দিবসটি উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (২৬মার্চ) সকালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  আবদুস সোবহান সিকদার দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় সংগীত গেয়ে, পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর শুরু হয় আলোচনা সভা। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দেওয়া বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার তার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির পিতাকে।

রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসমাপ্ত কাজ সমাপ্ত করে একটি সুখী-সমৃদ্ধ দেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন।’ এক্ষেত্রে সব প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

স্বপন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়