ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় ফিনল্যান্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

জামান সরকার, হেলসিংকি থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৭, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ফিনল্যান্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

ফিনল্যান্ড জুড়ে ঘাতক ভাইরাস করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। গতকাল শনিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে ১১৬৭ দাঁড়িয়েছে, তাদের মধ্যে ৩১ জনের  অবস্থা গুরুতর।

করোনা ভাইরাসে সংক্রামিত বেশিরভাগই রোগীই দক্ষিণ ফিনল্যান্ডের। তাই গতকাল থেকে সমস্ত যান চলাচল বন্ধ করে রাজধানী হেলসিংকি সহ দক্ষিণ ফিনল্যান্ডেকে সারাদেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

কভিড-১৯ ভাইরাস যেন মহামারী আকার ধারণ করতে না পারে, সে জন্য ১১২ জন সংক্রামিত রোগীকে হাসপাতালের ভর্তি করা হয়েছে। বাকী সমস্ত রোগীদের স্ব স্ব বাড়িতে কোয়ারেন্টাইনে রেখে ক্লিনিকাল স্ট্যান্ডার্ড অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।


সনি/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়