ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় ইতালিতে ৫১ চিকিৎসকের মৃত‌্যু

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় ইতালিতে ৫১ চিকিৎসকের মৃত‌্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।  দেশটিতে করোনার সঙ্গে যুদ্বে কমপক্ষে ৫১ জন চিকিৎসক মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৬ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী।

দেশটির চিকিৎসক ফাউন্ডেশন জানিয়েছে, করোনাভাইরাসে  চিকিৎসকদের মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রতিদিন স্বাস্থ‌্যকর্মীদের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। হঠাৎ করেই এরমধ‌্যে বেশ কয়েকজন চিকিৎসক মারাও গেছেন।

জানা গেছে, করোনায় মারা যাওয়া চিকিৎসকদের বেশিরভাগই ইতালির লম্বার্ডি অঞ্চলে কাজ করতেন।  আর অন‌্যরা নেপলস (দক্ষিণ ইতালি), এমিলিয়া রোমাগনা (উত্তর ইতালি) এবং মারচেতে (মধ্য ইতালি) কাজ করতেন।

এদিকে প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের আহ্বানে সাড়া দিয়ে দেশের এই দুর্দিনে সাত হাজার দুইশ ২০ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক, নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনায় আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৪৭২ জনে।


ইতালি প্রতিনিধি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়