ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় ইতালিতে মৃত বাংলাদেশির দাফন সম্পন্ন

ইসমাইল হোসেন স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় ইতালিতে মৃত বাংলাদেশির দাফন সম্পন্ন

ইতালিতে করোনাভাইরাসে মারা যাওয়া বাংলাদেশির দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ মে) ইতালির স্থানীয় সময় বেলা ১১টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই বাংলাদেশির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ পড়ান দারুল হিকমাহ একাডেমির প্রধান খতিব ও মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জোনায়েদ সোবহান। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে ১০ জন বাংলাদেশি মারা গেলেন।

ইতালি সরকারে বিধিনিষেধ মেনে কয়েকজন বাংলাদেশি তার জানাজায় অংশগ্রহণ করেন। পরে ইতালি মিলানের ব্রুজানো কবরস্থানে তাকে দাফন করা হয়।

মিলানে বসবাসরত প্রবাসী লেখক ও সাংবাদিক তুহিন মাহামুদ করোনায় মারা যাওয়া ওই বাংলাদেশির দাফন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ মে) ইতালির বাণিজ্যিক শহর মিলানে স্থানীয় সময় দুপুর ১টায় একটি হাসপাতালে ওই বাংলাদেশি মারা যান। তার দেশের বাড়ি মাদারীপুরে।


ইতালি/স্বপন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়