ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লেবাননে আরও ৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত

জসিম উদ্দীন সরকার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২২, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লেবাননে আরও ৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত

লেবাননে আরও চারজন প্রবাসী বাংলাদেশি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে  মোট ২৮ জন বাংলাদেশি আক্রান্ত হলেন।

এর আগে গত সোমবার (১৮ মে) অপারেটর ক্লিন নামে একটি কোম্পানির ১৫০ জন কর্মীর নমুনা পরীক্ষা করে প্রথমে ১৭ বাংলাদেশির আক্রান্তের খবর নিশ্চিত করা হয়। পরে পুর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর আরও এক বাংলাদেশি আক্রান্তের কথা জানায় সরকারি রফিক হারিরি হাসপাতাল কর্তৃপক্ষ।

এখন নতুন করে আরও চারজন বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর এলো।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন প্রবাসী বাংলাদেশিদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছেন।

আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বাংলাদেশ কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।

 

ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়