ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জে ভুট্টার বাম্পার ফলন

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ১৫ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে ভুট্টার বাম্পার ফলন

হবিগঞ্জে এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। অন্যান্য ফসলের তুলনায় লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকে পড়েছেন এখানকার কৃষক।

কৃষিবিদরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ভালো ফলন হয়েছে। চলতি রবি মৌসুমে ভুট্টার রেকর্ড পরিমাণ চাষ হয়েছে এ জেলায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ভুট্টা চাষের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছিল কৃষি সম্প্রসারণ অধিদফতর। বাহুবল, শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর উপজেলাসহ  জেলার বিভিন্ন স্থানে ভুট্টা চাষ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে।

কৃষকরা জানান, জমিতে আগাম জাতের ভুট্টার চাষ করা হয়েছে। প্রতি বছরই ধানের দরপতনের কারণে কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। তাই ভুট্টা অল্প খরচে লাভজনক হওয়ায় বিকল্প হিসেবে অন্য ফসলের পাশাপাশি এ ফসলটি চাষে আগ্রহী হয়ে উঠেছেন স্থানীয়রা।

কৃষি অফিসের পরামর্শে উন্নত জাতের সুপার সাইন ও এনকে-৪০ জাতের ভুট্টা চাষ করেছেন। এই জাতের ভুট্টায় প্রতি হেক্টরে প্রায় ৯ মেট্রিক টন ফলন পাওয়া গেছে। বাজারে দামও ভালো রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে।

তারা আরও জানান, বাজারে প্রতি মণ ভুট্টা ৮০০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বিঘা (৩৩ শতক) জমি চাষ করতে (চাষ, বীজ, সার, সেচ) খরচ হয়েছে ১২ হাজার টাকা। ভালো ফলন হওয়ায় এতে প্রায় প্রতি বিঘাতে লাভ হবে প্রায় ১৬ হাজার টাকা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ জালাল উদ্দিন জানান, কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা এবার জমিতে আগাম জাতের ও অধিক ফলনশীল পুষ্টি সমৃদ্ধ দানাদার জাতীয় ভুট্টা চাষ করেছেন। ভুট্টার রোগবালাই দমনে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা চাষিদের নানা পরামর্শ দিয়েছেন। এ মৌসুমে প্রতি হেক্টরে ভুট্টা উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে ৯ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তমিজ উদ্দিন খান বলেন, ‘ভুট্টা চাষে খরচ কম, লাভ বেশি। তাই কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন।'


মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়