ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে ভারতের ২৩ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বিপক্ষে ভারতের ২৩ সদস্যের দল ঘোষণা

সল্টলেকেট বাংলাদেশের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে ভারতের কোচ ইগোর স্টিমাক আজ শনিবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে রাখা হয়নি ইনজুরি আক্রান্তি আয়রন ম্যান খ্যাত সান্দেশ ঝিনগাংকে। এ ছাড়া ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে আনোয়ার আলী, হলিচরণ নারজারি, ফারুক চৌধুরী ও নিশু কুমারকে। ২৩ সদস্যের দল নিয়ে আগামীকাল রোববার কলকাতায় আসবে ভারত দল। বাংলাদেশ দল গতকাল শুক্রবার ভারতে পৌঁছেছে। আজ তারা অনুশীলন করেছে। ১৫ অক্টোবর ৩৪ বছর পর ভারতের বিপক্ষে সল্টলেকে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।

২৩ সদস্যের ভারত দল :

গোলরক্ষক : গুরপ্রিত সিং সান্ধু, অমরিন্দর সিং ও কামালজিত সিং।

ডিফেন্ডার : প্রিতম কোটাল, রাহুল বেকে, আদিল খান, নারিন্দার, স্বার্থক গলুই, আনাস এদাথোদিকা, মান্দর রাও দেসাই ও শুভাশীষ বোস।

মিডফিল্ডার : উদান্তা সিং, নিখিল পূজারি, ভিনিত রাই, অনিরুদ্ধ থাপা, আব্দুল শাহাল, রানিয়ের ফার্নান্দেস, ব্রান্ডন ফার্নান্দেস, লালিয়ানজুয়ালা চাঙতে ও আশিক কুরুনিয়ান।

ফরোয়ার্ড : সুনীল ছেত্রী, বালওয়াত সিং ও মানভির সিং।


ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়