ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের বিপক্ষে কলকাতার সমর্থন চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ১৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের বিপক্ষে কলকাতার সমর্থন চায় বাংলাদেশ

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ। ভাষাগত কোনো পার্থক্য নেই। পার্থক্য তৈরি করেছে কাঁটাতার। র‌্যাডক্লিফ লাইন। ভাষাগত মিল থাকায় দুই দেশের মানুষের আত্মিক টান বহু পুরনো। তাইতো কলকাতায় বাংলাদেশের ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ হলে একটা অংশ বাংলাদেশের হয়ে গ্যালারিতে গলা ফাটায়। ৩৪ বছর পর বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে বাংলাদেশ দল এখন কলকাতায়।

তাইতো মঙ্গলবার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষের ম্যাচে কলকাতার মানুষের সমর্থন চান বাংলাদেশ দলের অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম মামুন। অবশ্য তারও এখানে অনেক ভক্ত রয়েছে। ২০১৪ সালে তিনি শেখ জামালের হয়ে এই মাঠে আইএফএ শিল্ডের ফাইনালে খেলেছিলেন। তার পায়ের জাদুতে মুগ্ধ করেছিলেন এখানকার ফুটবলপ্রেমীদের। এরপর ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে খেলেছিলেন। সে কারণে মামুনুল ইসলাম কলকাতায় একটি পরিচিত নাম। তাইতো মঙ্গলবার গ্যালারিতে মামুনুলের পাশাপাশি বাংলাদেশ দলেরও সমর্থক আসতে পারে।

আজ সল্টলেক স্টেডিয়ামের ২ নং গ্রাউন্ডে অনুশীলন শেষে মামুনুল বলেছেন, ‘এপার বাংলা,– ওপার বাংলার মানুষ এক, ভাষা এক। দুই বাংলার মধ্যে আমি ভেদাভেদ দেখি না। কলকাতায় ম্যাচ হওয়া মানে মাঠে অনেক দর্শক থাকবে। আমি মনে করি কলকাতার সমর্থন পাবে বাংলাদেশ। বেশি দর্শকদের সামনে খেলতে ভালো লাগে। এটা আমাদের অনুপ্রেরণা জোগাবে। কলকাতায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।’

ভারতের বিপক্ষে ফিফটি-ফিফটি প্রতিদ্বন্দ্বিতা  প্রত্যাশা করছেন মামুনুল ইসলাম, ‘আমি প্রত্যাশা করছি ভারতের বিপক্ষে ম্যাচটি ফিফটি-ফিফটি হবে। এই ধরনের ম্যাচ খুব বেশি একপেশে হয় না। যেটা হয় সেটা হল নির্দিষ্ট দিনে যারা ভালো খেলে, দিনটি যাদের হয়, তারাই বিজয়ীর বেশে মাঠ ছাড়ে।’


কলকাতা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়