ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভেতরে-বাইরে দর্শকের চাপ

ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেতরে-বাইরে দর্শকের চাপ

আট বছর পর কলকাতার সল্টলেক স্টেডিয়াম তথা বিবেকানন্দন যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবল ম্যাচ খেলছে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। সে কারণে এই ম্যাচকে ঘিরে কলকাতা রীতিমতো কাঁপছে। ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী ভেবেছিলেন অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে খেলা দেখতে মাঠে আসতে দর্শকদের আমন্ত্রণ জানাবেন। কিন্তু সেটার আর প্রয়োজন হয়নি। কারণ, দুদিন আগেই এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। ধারণা করা হচ্ছে আজকের ম্যাচে ৬৫ হাজার দর্শক মাঠে হাজির হবে।

বাংলাদেশ-ভারত ম্যাচ দেখতে বিকেল থেকেই দর্শকরা মাঠে আসতে শুরু করে। ৬টার দিকে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়। আস্তে আস্তে খালি গ্যালারি দর্শকে পূর্ণ হতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্টেডিয়ামের তিন ভাগের দুইভাগ দর্শকে পরিপূর্ণ। ভেতরে যেমন দর্শকের চাপ রয়েছে, সমপরিমাণ রয়েছে বাইরেও। ভারতের খেলোয়াড়রা যখন গা গরম করতে স্টেডিয়ামে প্রবেশ করে তখন স্টেডিয়াম কাঁপানো গর্জন ওঠে গ্যালারি থেকে। একটু পর পর ভারতের খেলোয়াড়দের নাম ধরে তারা স্লোগান দিতে থাকে। কখনো সুনীল ছেত্রীর নাম ধরে। কখনো গুরপ্রিত সিংয়ের নাম ধরে। কখনোবা মানভির সিংয়ের নাম ধরে। কখনো ইন্ডিয়া, ইন্ডিয়া বলে সুর করে স্লোগান দিতে থাকে। একটু পর পরই দর্শকদের গর্জন মনে করিয়ে দেয় ইউরোপের ফুটবলের কথা। এ যেন কোনো বাংলার মাঠ নয়, ইউরোপের মাঠ।

বাংলাদেশ থেকেও কিছু দর্শক এসেছেন এই খেলা দেখতে। অবশ্য ভারতের তুলনায় সেনা নগণ্য।

এতো দর্শকের সামনে ভারত কখনো খেলেনি। খেলেনি বাংলাদেশও। তাইতো ভিন্ন আবহে হতে যাওয়া এই ম্যাচে শেষ পর্যন্ত কারা জয় পায় দেখার বিষয়।


কলকাতা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়