ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এই ড্র জয়ের সমান: জিমি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১৫ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এই ড্র জয়ের সমান: জিমি

ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে: র‍্যাঙ্কিং, দর্শক, সামর্থ, অভিজ্ঞতা সবকিছুতে এগিয়ে ছিল ভারত। কিন্তু তাদের পেছনে ফেলে ৪২ মিনিটে ম্যাচে লিড নেয় সফরকারী বাংলাদেশ।

শেষ পর্যন্ত অন্তিম মুহূর্তের গোলে আবারো পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয়। শেষ মুহূর্তে এমন গোল হজম করা বাংলাদেশের সমর্থকরা মানতে পারছে না। যদিও বাংলাদেশের পারফরম্যান্সে সন্তুষ্ট তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ জিমি ডে জানিয়েছেন ভারতের বিপক্ষে এই ড্র জয়ের সমান। এই ম্যাচে বাংলাদেশের নৈতিক জয় হয়েছে।

জিমি বলেন, ‘আমরা আজ খুবই ভালো খেলেছি। প্রত্যাশার চেয়েও বেশি ভালো খেলেছি।যদিও আমরা বেশ কয়েকটি সুযোগ মিস করেছি দ্বিতীয়ার্ধে। শেষ মুহূর্তে গোল হজম করেছি। আমাদের তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার দারুণ সুযোগ ছিল। ৬৩ হাজারের দর্শকের সামনে আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারতাম। এই দিক দিয়ে হতাশ আমি। তবে এই ড্র জয়ের সমান।’

নৈতিক জয়ের বিষয়ে তিনি বলেছেন, ‘আসলে ভারত আমাদের চেয়ে সবকিছুতে এগিয়ে ছিল। র‍্যাঙ্কিংয়ে তারা আমাদের অনেক উপরে। ৬৩ হাজার দর্শক এসেছিল মাঠে তাদের সমর্থনে। তারপরও ভারতের বিপক্ষে আমাদের ছেলেরা যে পারফরম্যান্স করেছে সেটাতে আমি সন্তুষ্ট।’

২২ সেকেন্ডের মাথায় মোহাম্মদ ইব্রাহিমকে ডি বক্সের মধ্যে ফেলে দেওয়াটা পেনাল্টি ছিল কিনা? কোচ বলেন, ‘আসলে বিষয়টা পুরোপুরি রেফারির হাতে। এ বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি এখন বললেই এটা পরিবর্তন হবে না। আমি যা দেখেছি সেটা তো দেখেছিই।’
 

কলকাতা/আমিনুল/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়