ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আর্চারি থেকে এলো চতুর্থ সোনা

ক্রীড়া প্রতিবেদক, নেপাল থে‌কে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্চারি থেকে এলো চতুর্থ সোনা

এসএ গেমসের অষ্টম দিন সোনায় মোড়া‌নো এক‌টি সকাল কাট‌া‌নোর পর বি‌কেলটাও দারুণভা‌বে শুরু ক‌রে‌ছে বাংলা‌দেশ।

এবার আর্চারির পুরুষ দলগত কম্পাউন্ড ইভে‌ন্টে ভুটান‌কে হা‌রি‌য়ে সোনা জিতেছে বাংলাদেশ।

এটি আজ‌ বাংলা‌দে‌শের পঞ্চম স‌োনা, এর চারটিই এসেছে আর্চারি থেকে। অন্যটি এসেছে মেয়েদের ক্রিকেট থেকে। 

প্রথম সে‌টে বাংলা‌দেশ তো‌লে ৫৬, ভুটান ৫২। দ্বিতীয় সেটে বাংলা‌দেশ তো‌লে ৫৭, ভুটান ৫৫। তৃতীয় সেটে বাংলাদেশ তো‌লে ৫৬, ভুটান ৫৪। শেষ সে‌টে বাংলা‌দেশ তো‌লে ৫৭, আর ভুটান ৫৪। তা‌তে চার সে‌টে ২২৬ প‌য়েন্ট নিয়ে সোনা জেতে বাংলা‌দেশ। ২১৩ প‌য়েন্ট নিয়ে রুপা পায় ভুটান।

বাংলা‌দে‌শের হ‌য়ে খে‌লেন মোহাম্মদ আশিকুজ্জামান, অসীম কুমার দাস ও মোহাম্মদ সো‌হেল রানা। ভুটা‌নের প‌ক্ষে খে‌লেন পুন্ট‌শো ওয়াং‌গি, তা‌দিন দ‌র্জি ও সেরাব কর্মা।

সকালে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সোনা জেতেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। এরপর রিকার্ভ নারী দলগত ইভেন্টে সোনা জেতেন ইতি খাতুন, মেহনাজ আক্তার মুনিরা ও বিউটি রায়। আর মিশ্র দলগত ইভেন্টে সোনার হাসি হাসেন রোমান সানা ও ইতি খাতুন জুটি।

এবারের এসএ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের পদক তালিকা:

সোনা

রুপা

ব্রোঞ্জ

মোট

১২

২২

৫৫

৮৯



নেপাল/আমিনুল/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়