ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘আমার কোচিং ক্যারিয়ারের সেরা প্রাপ্তি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমার কোচিং ক্যারিয়ারের সেরা প্রাপ্তি’

গোলাম রাব্বানী ছোটন। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ। প্রায় এক দশক ধরে তিনি বাংলাদেশের নারী ফুটবলকে এগিয়ে নিচ্ছেন। আজ তিনি জানিয়েছেন এএফসি কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করাটা তার কোচিং ক্যারিয়ারের সেরা প্রাপ্তি, বড় অর্জন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ছোটনকে এই ড্র সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘অবশ্যই এটা আমার কোচিং ক্যারিয়ারের সেরা প্রাপ্তি। সেরা সাফল্য। এরকম বড় আসরে অস্ট্রেলিয়ার সঙ্গে আগেরবার ভালো খেলেও শেষ মুহূর্তে হেরেছি। আজকে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করলাম। মেয়েরা যে উন্নতি করেছে সেটার প্রমাণ এটা। অস্ট্রেলিয়া দল ও আমাদের মধ্যে অনেক পার্থক্য। আমি মনে করি এটা আমাদের মহিলা ফুটবলের জন্য বড় একটি অর্জন। আমার জন্যও এটা একটা বড় অর্জন।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের আসরেও ভালো খেলেছিল বাংলাদেশ। এবারও ভালো খেললো। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলার রহস্য কী? ছোটন বলেছেন, ‘আসলে রহস্য কিছু না। মেয়েরা অনেক দিন অনুশীলনের মধ্যে ছিল। কঠোর পরিশ্রম করেছে। আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ছিল। থাইল্যান্ডের সঙ্গে যেটা হয়েছে সেটা ফুটবলে হতেই পারে। তবে জাপানের বিপক্ষে ৯ গোল হজম করার পর মেয়েরা বিধ্বস্ত ছিল। তাই গতকাল আমরা মেয়েদের অনুশীলন বাতিল করি। সবকিছু আমাদের পক্ষে আনার চেষ্টা করেছি। তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করেছি। তাদের বলেছি যে ফল যাই হোক, তোমরা ৯০ মিনিট খেলার মধ্যে থাকবা। তারা সেটা করতে পেরেছে।’

 

থাইল্যান্ড/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়