মানিকগঞ্জে শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের পানি গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে শিবালয় উপজেলার যমুনা পয়েন্টের পানির স্তর পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. ফারুক হোসেন জানান, গত শনিবার (২২ আগস্ট) সকাল ৬টা থেকে এ পয়েন্টের পানি বিপৎসীমার ওপরে রয়েছে। এতে করে পদ্মা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানিও বৃদ্ধি পাচ্ছে।
মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর তরা পয়েন্টে গ্রেজ রিডার রফিকুর ইসলাম জানান, এ পয়েন্টের পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে রয়েছে। তবে প্রতিদিন ৬ থেকে ৮ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৮ সেন্টিমিটার পানি বেড়েছে বলেও জানান তিনি।
সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর তিল্লি পয়েন্টের গ্রেজ রিডার দেলোয়ার হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এছাড়া অনেক ফসলি জমি তলিয়ে গেছে।
মানিকগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টের গ্রেজ রিডার বদর উদ্দিন জানান, এ পয়েন্টে ৮ দশমিক ২৫ সেন্টিমিটারকে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে। এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, পদ্মা যমুনার সঙ্গে জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানিও বাড়ছে। এতে প্রতিদিন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে বন্যার পূর্বাভাসে বলা হয়েছে।