ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে চাঁদপুরের ১২১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে দেশের সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।
কামরুল হাসান বলেন বলেন, ‘এখন পর্যন্ত জেলা শহরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি মোকাবিলায় সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলার ইউএনওরা সার্বিক পরিস্থিতির খোঁজ খবর রাখছেন। এছাড়াও সব দপ্তরের সঙ্গে আমরা সমন্বয় করে কাজ করছি।’
চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘সিত্রাং মোকাবিলায় আমরা একটি কন্ট্রোল রুম খুলেছি। সকাল থেকেই চাঁদপুর-ঢাকা, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নৌযান চলাচল বন্ধ থাকবে।’
চাঁদপুর জেলা আবহাওয়া কর্মকর্তা শাহ মুহাম্মদ শোয়েব বলেন, গতকাল রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুরে ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।