ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলা ও ঘুর্ণিঝড় পরবর্তী নাগরিক সেবা, চিকিৎসা ও শুকনো খাবার বিতরণে কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (২৪ অক্টোবর) সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম মহানগরীতে যেকোনো তথ্য ও জরুরি সেবা দিতে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। কন্ট্রোল রুমে যোগাযোগ নম্বর: ০২৪১৩৬০২৬৭ ও ০১৭১৭১১৭৯১৩।
দুর্যোগ পরবর্তী শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবার জন্য মেডিক্যাল টিমের সঙ্গে যোগাযোগের নম্বর: ০১৮১৭ ৭০৬০৫৫ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে পুনঃসংযোগের জন্য ০১৯১২ ৩৪২১৪৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।