কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় তিন রোহিঙ্গাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় দেন। মামলার রায় ঘোষণাকালে ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
সাজাপ্রাপ্তরা হলেন, উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৩ ব্লকের মৃত আবুল কাশিমের ছেলে মো. কামাল হোসেন, ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকের মৃত মমতাজ মিয়ার ছেলে মো. ইসমাইল ও একই ক্যাম্পের সি-১৩ ব্লকের মৃত কবির আহমদের ছেলে মো. শাকের।
মামলার নথির বরাতে অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, গত ২০২২ সালের ১৫ জানুয়ারি রাতে টেকনাফ থেকে যানবাহন যোগে মাদকের বড় চালান পাচারের খবরে র্যাবের দল মেরিন ড্রাইভ সড়কের কক্সবাজার শহরের বড়ছড়া এলাকায় অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এক পর্যায়ে টেকনাফ দিক থেকে আসা সন্দেহজনক একটি অটোরিকশা থামার জন্য নির্দেশ দেয়। এ সময় গাড়িতে থাকা ৫ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও দুইজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের দেহ ও গাড়ি তল্লাশি করে ১ লাখ ৩৮ হাজার ৪০০টি ইয়াবা পাওয়া যায়।