সারা বাংলা

ট্রেন কাছে চলে আসতেই রেললাইনের ওপর শুয়ে পড়েন তিনি!

নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে আকবর হোসেন (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ট্রেন কাছে চলে আসতেই রেললাইনের ওপর তিনি শুয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টার দিকে সদর উপজেলার গাছবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আকবর হোসেন জেলা শহরের মুন্সীপাড়া বাড়াইপাড়া এলাকার মৃত আব্বাস আলীর ছেলে। তিনি বিভিন্ন ধরনের রোগ ও মানসিক সমস্যায় ভুগতেছিলেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, আকবর হোসেন সকালে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন তার সামনে চলে আসলে লাইনে ওপর শুয়ে পড়েন তিনি। এতে শরীর থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তিনি এর আগেও কয়েকবার ট্রেনে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। ওই বৃদ্ধ বিভিন্ন রোগ ও মানসিক সমস্যায় ভুগছিলেন। এমনও হতে পারে উনি রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্নহত্যা করেছেন।