সারা বাংলা

স্বামীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন তারা 

লক্ষ্মীপুরের দুটি আসনে স্বতন্ত্র প্রার্থী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা এবং মাহমুদা বেগম স্বামীর সঙ্গে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন। প্রার্থীতা থাকলেও উল্লেখিত দুই নারী প্রার্থীর পক্ষে নির্বাচনে কোনো প্রচারণা লক্ষ্য করা যায়নি। 

নির্বাচনি বিধি অনুযায়ী, নির্বাচনে কোনো আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কোনো প্রার্থী যদি না পান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। এ ক্ষেত্রে লুবনা ৩৪৫ ভোট এবং  মাহমুদা ৩৫৫ ভোট পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। 

উল্লেখ্য যে, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে লুবনা এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মাহমুদা প্রতিদ্বন্দ্বিতা করেন। লক্ষ্মীপুর-২ আসনে লুবনার স্বামী নুরউদ্দিন চৌধুরী নৌকা প্রতীকে এবং লক্ষ্মীপুর-৪ আসনে মাহমুদার স্বামী মো. আবদুল্লাহ ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন।  

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফল বিশ্লেষণ করে জানা যায়, নুরউদ্দিন চৌধুরী ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট এবং লক্ষ্মীপুর-৪ আসনে মো. আবদুল্লাহ ৪৬ হাজার ৩৭২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট কম পেলে জামানত বাজেয়াপ্ত হবে। তবে জামানত বাজেয়াপ্তর কাজ এখনো শুরু করিনি।