সারা বাংলা

পটুয়াখালীতে আগুনে ৬ দোকান ভস্মীভূত

পটুয়াখালীর মৎস্য বন্দর মহিপুরে আগুনে ৬টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে আকন ফিস ও তিমন ফিস নামের দুটি মৎস্য আড়তসহ তিনটি ইলেকট্রনিক্সের দোকান ও একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আকন ফিসের স্বত্বাধিকারী মালেক আকন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় দোকান মালিকের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গভীর রাত হওয়ায় কীভাবে আগুন লেগেছে সেটা জানা যায়নি।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসেন বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের তদন্ত টিম কাজ করছে।