সারা বাংলা

উপকূলে বৃষ্টি, বন্দরে ৩ নম্বর সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত তিনদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাতাসের চাপও বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালী পায়রাসহ দেশের সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্নয়ের খেটে খাওয়া শ্রমজীবীরা।

পটুয়াখালী পৌর শহরের নতুন বাজার এলাকার রিকশা চালক সোলায়মান জানান, তিন দিন ধরে আমাদের এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এতে রিকশা চালানো অনেকটা কষ্টকর। তারপরও পেটের দায় বাধ্য হয়ে রিকশা চালাই। এছাড়া যাত্রীও অনেক কম। 

সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের কৃষক শফিক হোসেন জানান, যে বৃষ্টি হয়েছে তাতে এখন পর্যন্ত আমাদের আমন ধানের ক্ষতি হয়নি। তবে এরপরও যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে আমরা লোকসানে পড়বো।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান জানান, উপকূলের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।