সারা বাংলা

মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা

পর্যটকদের চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। ঝর্ণার সংস্কার কাজ ও পর্যটকদের সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চট্টগ্রাম উত্তর বন বিভাগ আগামী ২ অক্টোবর পর্যন্ত ঝর্ণা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। 

আজ (রোববার) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা এস এম কায়চার।

বন বিভাগ জানায়, বিরূপ আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এবং সংস্কার কাজের জন্য খৈয়াছড়া  ঝর্ণাটি ২ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এই সময়  ঝর্ণায় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে। 

২ অক্টোবরের মধ্যে ঝর্ণার নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার পাশাপাশি পর্যটকদের ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।