সারা বাংলা

খুলে ফেলা হলো ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সহযোদ্ধার বাসভবন’ লেখা সাইনবোর্ড

পটুয়াখালীতে ‘বৈষম্যবিরোধী আন্দোলন ২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবন’ লেখা সম্বলিত সাইনবোর্ডটি খুলে ফেলা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতের আঁধারে সাইনবোর্ডটি খুলে ফেলা হয়। এর আগে, দিনভর সাইনবোর্ডটি নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

জানা যায়, পটুয়াখালী পৌর শহরের কাজীপাড়ার আবদুস সত্তারের ছেলে ইলিয়াস হোসেন গত ৫ আগস্টের পর নিজের বাড়ির সামনে সাইনবোর্ডটি লাগান। পরে বিষয়টি নিয়ে ফেসবুকে আলোচনা-সমালোচনা শুরু হলে রাতের আঁধারে সাইনবোর্ডটি খুলে ফেলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ইলিয়াস দাবি করেন, তিনি ও তার মেয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। আন্দোলনে সফলতার পর ভালো লাগা থেকেই বাসার সামনে সাইনবোর্ডটি লাগিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে খুলে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইলিয়াস হোসেনের মেয়ের নাম নুসরাত জাহান স্বপ্না। তিনি পটুয়াখালী মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) ২য় বর্ষের শিক্ষার্থী।