ঢাকার সাভারের আশুলিয়ায় সাত দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন ও কর্মবিরতির মুখে ১২টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পর্যায়ক্রমে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বর্ধিত বেতনে শ্রমিকরা সন্তুষ্ট হননি। বুধবার সকালে তারা কারখানায় আসলেও কাজ শুরু করেননি। এরপরই কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে।’’
শ্রমিকরা জানান, সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা। শ্রমিকদের জন্য মাত্র ৪ শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। তাদের দাবি ছিল ১৫ শতাংশ। এ ছাড়া আরো ছয়টি দাবি রয়েছে।
শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা কোনো বিশৃঙ্খলা বা ঝামেলা করছে না। বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় কাজ বন্ধ রাখেন তারা। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
যেসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে- হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলীম ও সেতারা গ্রুপ। তাৎক্ষণিক বাকি কারখানার নাম জানা যায়নি।