সারা বাংলা

মৌলভীবাজারে তীব্র শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

শীতে কাঁপছে পাহাড়-টিলা-হাওর বেষ্টিত মৌলভীবাজার জেলা। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে উঠা-নামা করছে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।

বিশেষ করে চা বাগান এলাকায় খেটে খাওয়া মানুষ বেশি কষ্ট পাচ্ছেন। তীব্র শীতে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা।

আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের প্রভাবে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। মৌলভীবাজারের তাপমাত্রা আরো নিচে নামতে পারে। 

জেলার উত্তরভাগ চা বাগানের শ্রমিক শিলা বাউরি বলেন, “কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। শীত উপেক্ষা করে পেটের দায়ে মজুরির আশায় কাজে যেতে হয়।” 

শহরের রিকশা চালক সুলেমান বলেন, “শীতে কাবু পর্যটকরা তেমন বাইরে বের হচ্ছেন না। এছাড়াও বয়স্ক পর্যটকরা রিসোর্ট-হোটেল-মোটেল ছেড়ে চলে গেছেন। এতে শীতে কষ্ট করে রিকশা চালিয়েও রোজগার হচ্ছে না।” 

কাউয়াদিঘি পারের কৃষক জালালপুর গ্রামের বাসিন্দা কুটি মিয়া বলেন, “এখন বোরো জমি চাষের সময়। শীতের কারনে কাজে যেতে পারছি না। দুপুর ১২টার আগে সূর্যের দেখা মিলে না।” 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, “আজ শুক্রবার তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ছিল ১১.৯ ডিগ্রি, বুধবার ১২.২ ডিগ্রি, মঙ্গলবার ১৩.৫ ডিগ্রি, সোমবার তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।”

তিনি আরো বলেন, “তাপমাত্রা উঠানামা করলেও শীতের তীব্রতা কমছে না।”