অর্থনীতি

লকডাউনে সোমবার থেকে বৃহস্পতিবার খোলা থাকবে ব‌্যাংক 

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। তবে, এ সময় সাপ্তাহিক ছুটির দিন (শুক্রবার-শনিবার) ছাড়াও প্রতি রোববার ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। 

এছাড়া, সপ্তাহজুড়ে কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু থাকবে। পাশাপাশি এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন শাখা থেকে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে এই তথ্য জানানো হয়েছে। 

এ সংক্রান্ত একটি সার্কুলারও জারি করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, ১ জুলাই ব্যাংক হলিডে, ২ ও ৩ জুলাই সাপ্তাহিক ছুটির দিন। এছাড়া বিধি-নিষেধ চলাকালে প্রতি রোববার ব্যাংক বন্ধ থাকবে। 

সোমবার থেকে বৃহস্পতিবার ব্যাংকিং সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এছাড়া, লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম বেলা ৩টা পর্যন্ত চলবে।