অর্থনীতি

বিনিয়োগকারীদের সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার বরাদ্দ

স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে প্রো-রাটা ভিত্তিতে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার বরাদ্দ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) ডিএসই টাওয়ারে (নিকুঞ্জ-২) অবস্থিত লিস্টিং হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ বরাদ্দ দেওয়া হয়।

ডিএসই’র এমআইএস ও ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার মো. আবদুল কাদের খন্দকার প্রো-রাটা ভিত্তিতে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।

কোম্পানির বিনিয়োগকারীদের জন্য মোট ১৬ কোটি টাকার বিপরীতে ২৭২ কোটি ৯৭ লাখ ৮০ হাজার টাকার আবেদন জমা পড়ে, যা প্রতিটি শেয়ারের বিপরীতে ১৭.০৬ গুণ বেশি। প্রতি ১০ হাজার টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ৪২টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ১০৫ টি শেয়ার বরাদ্দ পায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস.কে. আব্দুর রউফ, সিএফও মো. মাইন উদ্দিন, কোম্পানি সচিব আবদুর রাজ্জাকসহ প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তারা।