পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ বিতরণজনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থে ‘জেড ক্যাটাগরি’ সংক্রান্ত ইস্যুতে বিএসইসির উদ্যোগ ও প্রচেষ্টায় কনফিডেন্স সিমেন্ট পিএলসি ‘এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে লভ্যাংশ বিতরণজনিত নন-কমপ্লায়েন্সসহ বিভিন্ন কারণে জেড ক্যাটাগরিতে অবনমন প্রসঙ্গে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর সাথে আলোচনা ও সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা ও উক্ত লভ্যাংশ বিধি অনুযায়ী বিতরণ করার জন্য তালিকাভুক্ত কোম্পানিগুলোকে সতর্ক করছে নিয়ন্ত্রক সংস্থাটি। আগামীতেও দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির এ ধরনের কার্যক্রম ও উদ্যোগ অব্যাহত থাকবে।
এর ধারাবাহিকতায় বিএসইসির উদ্যোগ ও প্রচেষ্টার ফলশ্রুতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির ক্যাটাগরি ‘জেড’ থেকে ‘এ’-তে উন্নীত হয়েছে। বিএসইসির তড়িৎ পদক্ষেপ এবং আন্তরিক প্রচেষ্টার ফলেই উক্ত তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশ বিতরণ জনিত নন-কমপ্লায়েন্সের বিষয়টির কার্যকর সমাধান সম্ভব হয়েছে।
একইসাথে, নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ ঘোষণা ও উক্ত লভ্যাংশ বিধি অনুযায়ী বিতরণ যেসব কোম্পানি করবে না, সেসব কোম্পানি ও তাদের পরিচালকদের বিরুদ্ধে বিএসইসি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
বিএসইসি কর্তৃক রোববার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় আয়োজিত একটি সভায় জেড ক্যাটাগরিতে অবনমনপ্রাপ্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসির শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয়েছিল। রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে অনুষ্ঠিত সভাটিতে কনফিডেন্স সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বা সিইও, চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সচিবকে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। মূলত লভ্যাংশ বিতরণজনিত নন-কমপ্লায়েন্সের কারণে কনফিডেন্স সিমেন্ট পিএলসিকে জেড ক্যাটাগরিতে অবনমন করা হয় এবং উক্ত প্রসঙ্গেই আলোচনার জন্য কনফিডেন্স সিমেন্ট পিএলসির শীর্ষ কর্মকর্তাদের তলব করা হয়েছিল।
ইতোমধ্যে কনফিডেন্স সিমেন্ট পিএলসি সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ করেছে ও কমপ্লায়েন্স রিপোর্ট জমা দান সম্পন্ন করেছে; যার প্রেক্ষিতে রবিবার কনফিডেন্স সিমেন্ট পিএলসিকে ‘জেড’ থেকে ‘এ’-তে উন্নীত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।