শিক্ষা

চর্যাপদ মুখস্থ করে রেকর্ড গড়লেন ঢাবি ছাত্র কায়েস

ক্যাম্পাস প্রতিবেদকঢাবি, ৬ মে : বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ সম্পূর্ণ মুখস্থ শোনালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাকেরুল ইসলাম কায়েস। এর মাধ্যমে বাংলাদেশে তিনিই প্রথম চর্যাপদ মুখস্থ করার রেকর্ড গড়লেন।

কায়েসের গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। থাকেন সূর্যসেন হলে।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে বাংলা বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রাচীন গ্রন্থের ৪৬টির বেশি পদ মুখস্থ করে শোনান।

বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম।

ইসরাফিল আলম বলেন, জাকেরুলের আগে এভাবে কেউ চর্যাপদ মুখস্থ করতে পারেননি। তিনি একটা দুঃসাধ্য কাজ করেছেন। এর মাধ্যমে তিনি বাংলার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তার মতো প্রত্যেককেই বিভিন্ন বিষয়ে পারদর্শিতার পরিচয় দিতে সচেষ্ট হবেন বলে আশা করেন তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, পৃথিবীতে অনেকেই অনেক অসাধ্যকে সাধন করে থাকেন। চর্যাপদ এমন একটা বিষয়, যা মুখস্থ করা খুবই দুরূহ। এই দুরূহ বিষয়টি মুখস্থ করে এক অনন্য প্রতিভার পরিচয় দিয়েছেন জাকেরুল ইসলাম কায়েস

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সাংসদ সলিম উদ্দিন তরফদার সেলিম, কবি লেখক ও শিল্পী মো. আব্দুল রশিদ, বাংলা বিভাগের অধ্যাপক ফাতেমা কাওসার, অধ্যাপক  মেহেরনেগার, লোকগবেষক সাইমন জাকারিয়া ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

 

রাইজিংবিডি/ইয়ামিন/সন্তোষ/ক.কর্মকার