আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়ালো

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে একের পর এক ভূমিকম্পে রোববার (৮ অক্টােবর) প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সরকারের একজন মুখপাত্র এ কথা জানান।

বার্তা সংস্থা এএফপির বরাত বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়. বিলাল কারিমি নামের ওই মুখপাত্র বলেন, দুর্ভাগ্যবশত ভূমিকম্পে প্রাণহানি হয়েছে অনেক। এ সংখ্যা এক হাজারেরও বেশি।

শনিবার হেরাত প্রদেশে ৬.৩ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। পর পর অনেকগুলো শক্তিশালী কম্পনও অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আঘাত হানা প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।