আন্তর্জাতিক

জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন প্রবীণ আইনপ্রণেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) শুক্রবার তাকে নতুন নেতা হিসাবে বেছে নিয়েছে। 

প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন শিগেরু ইশিবা। দলের তহবিল কেলেঙ্কারি এবং জনপ্রিয়তায় ধসের মুখে গত আগস্টে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন কিশিদা। তার এই সরে যাওয়ার ঘোষণায় এলডিপি পার্টিতে নতুন দলীয় প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা শুরু হয় তখন থেকেই। ৯ জন প্রার্থী ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শীর্ষ নেতা হওয়ার দৌড়ে। দ্বিতীয় দফা ভোটে কট্টর জাতীয়তাবাদী সানায়ে তাকাইচিকে পরাজিত করে জয় পান ইশিবা।

ইশিবা জাপানে নারী সম্রাটের সিংহাসনে আরোহনের অনুমতি দেওয়ার পক্ষে। বিষয়টি জাপানে অনেক বড় বিতর্কিত বিষয় যা অনেক এলডিপি সদস্য বিরোধিতা করে আসছে। প্রধানমন্ত্রী কিশিদার বিরুদ্ধে তার প্রকাশ্য সমালোচনা - জাপানের রাজনীতিতে একটি বিরল ঘটনা। ইশিবা দলীয় রাজনীতির পাশাপাশি নিরাপত্তা নীতির ছক কষতে পারদর্শী।