আন্তর্জাতিক

ইরানের সব জায়গায় ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছতে সক্ষম: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছাতে পারে না। এমনকি সমগ্র মধ্যপ্রাচ্যেই ইসরায়েলের হাত পৌঁছাতে সক্ষম। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।

ভাষণের শুরুতেই নেতানিয়াহু বলেন, ‘তেহরানের অত্যাচারী শাসকদের জন্য আমার একটি বার্তা আছে। আপনারা যদি আমাদের আঘাত করেন, আমরা আপনাদের আঘাত করব।’

তিনি বলেন, ‘ইরানের এমন কোনো স্থান নেই যেখানে ইসরায়েলের দীর্ঘ হাত পৌঁছাতে পারে না এবং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের ক্ষেত্রেই সত্য।’

একটি মানচিত্র দেখিয়ে তিনি দাবি করেন, ‘আমরা জিতেছি। ইরানের প্রভাবের অভিশাপ শেষ করেছি।’

নেতানিয়াহু ইরানকে ‘তুষ্ট ’ করা বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করতে সবকিছু করতে হবে।