আন্তর্জাতিক

নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই প্রতিবাদে কূটনীতিকদের ওয়াকআউট 

জাতিসংঘের সাধারণ পরিষদে শুক্রবার ভাষণ দেওয়ার জন্য যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঞ্চে উঠলেন, তখন পরিষদ কক্ষে রীতিমতো হট্টগোল শুরু হয়ে গিয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অধিবেশনের সভাপতিকে চিৎকার করতে বলতে হয়েছে ‘অর্ডার, অর্ডার।’

নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই জাতিসংঘে তুরস্কের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আহমেত ইলদিজের নেতৃত্বে তুর্কি প্রতিনিধি দল সভাস্থল ত্যাগ করেন। এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন প্রতিনিধি দলও সভাস্থল ত্যাগ করে। এরপর ইরান ও আরব অঞ্চলের কয়েকটি দেশ এবং আফ্রিকা অঞ্চলের কয়েকটি দেশের প্রতিনিধিরা সভাস্থল ছেড়ে চলে যান।  

শুক্রবার নেতানিয়াহুর আগে দুই দেশের সরকার প্রধান ইসরায়েলকে তার কর্মকাণ্ড বন্ধের জন্য আহ্বান জানিয়েছিলেন। 

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেছেন, ‘নেতানিয়াহু, এখনই এই যুদ্ধ বন্ধ করুন।’

এরপরেই ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি গাজায় ইসরায়েলি হামলা সম্পর্কে বলেছেন, ‘এটি কেবল একটি সংঘাত নয়। এটি ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে নিয়মতান্ত্রিক হত্যা।’