আন্তর্জাতিক

হিজবুল্লাহর ২০ নেতাকে হত্যা করেছে ইসরায়েল

লেবাননের রাজধানী বৈরুতে শুক্রবার হিজবুল্লাহর সদর দপ্তরে হামলা চালিয়ে গোষ্ঠীটির ২০ জনেরও বেশি নেতাকে হত্যা করা হয়েছে। রোববার ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, শুক্রবারের হামলায় হিজবুল্লাহর শীর্ষনেতা হাসান নাসরাল্লাহ এবং দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের প্রধান আলি কারাকি নিহত হয়েছে।

এছাড়া হামলায় নাসরাল্লাহর নিরাপত্তা ইউনিটের প্রধান ইব্রাহিম হুসেইন জাজিনি এবং সামির তৌফিক ডিবকে হত্যা করা হয়েছে। সামিরকে ‘নাসরাল্লাহর দীর্ঘদিনের আস্থাভাজন এবং উপদেষ্টা’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘বেসামরিক ভবনের নিচে অবস্থিত বৈরুতের আন্ডারগ্রাউন্ড হেডকোয়ার্টারে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে হিজবুল্লাহর সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছিলেন এমন বিভিন্ন পদের ২০ জনেরও বেশি সন্ত্রাসীকেও নির্মূল করা হয়েছে।’