সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফিজের সমাধিস্থলে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার বিদ্রোহীরা হাফিজের নিজ শহর কারদাহাতে থাকা সমাধিতে অগ্নিসংযোগ করে বলে জানিয়েছে এএফপি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর এএফপিকে জানিয়েছে, আসাদের আলাউইত সম্প্রদায়ের আবাসস্থল লাতাকিয়ায় বিদ্রোহীরা সমাধিতে আগুন দিয়েছে।
এএফপির ফুটেজে মাজারের কিছু অংশ আগুনে পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, হাফিজের সমাধিতে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে।
একটি পাহাড়ের উপরের অবস্থিত সমাধিতে সুবিশাল উঁচু কাঠামোর বেশ কয়েকটি খিলানসহ একটি জটিল স্থাপত্য নকশা রয়েছে। এর বাইরের অংশটি পাথরে খোদাই করা অলঙ্করণে অলঙ্কৃত।
সমাধিস্থলে বাশারের ভাই বাসেলসহ আসাদ পরিবারের অন্যান্য সদস্যদের সমাধিও রয়েছে।
প্রসঙ্গত, রোববার বিদ্রোহীদের হামলার মুখে ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ।