নিজস্ব প্রতিবেদক : ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘বাংলাদেশ এখন তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। কিন্তু দেশের সরকারি বাহিনীগুলো সে সুবিধাটি নিতে পারছে না। সবচেয়ে কষ্টের বিষয় যে, জঙ্গি সংগঠনগুলো দেশকে ধ্বংস করতে চায়। তারা আজ তথ্য-প্রযুক্তিতে আমাদের বাহিনীর চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।’
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধুর জুলিও- কুরি শান্তি পদক প্রাপ্তির ৪২তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শান্তি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
শাহরিয়ার কবির বলেন, ‘আমাদের আর বসে থাকলে চলবে না। এখনই সতর্ক হতে হবে। কেননা উগ্রবাদী জঙ্গি সংগঠনগুলোর হিটলিস্টে প্রধানমন্ত্রী রয়েছেন। তাই আমাদের অনেক অনেক বেশি সতর্ক হতে হবে।’
ছাত্রলীগের নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শকে সামনে নিয়ে চলার আহ্বান জানিয়ে বলেন, ‘ছাত্রলীগের কর্মীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের আরো বেশি সংযত হতে হবে। তা না হলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।’
শাহরিয়ার কবির বলেন, ‘বাংলাদেশ এখন যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামীতে বিএনপি- জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের সব অর্জন শেষ হয়ে যাবে। অর্থনৈতিক, সামাজিকসহ সব ধরনের অর্জন ধ্বংস হয়ে যাবে। তাই বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে প্রধানমন্ত্রীর পাশে থাকতে হবে।’
আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক ড. সরওয়ার আলী, প্রাক্তন রাষ্ট্রদূত মমতাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৫/মেহেদী/সাইফুল