বিনোদন

রেখার সঙ্গে কেন অভিনয় করতে চাননি অমিতাভ?

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন। সবার কাছে ‘বিগ বি’ হিসেবেই পরিচিত তিনি। ১১ অক্টোবর কিংবদন্তি এই অভিনেতার জন্মদিন।

অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে আলোচনায় এসেছেন অমিতাভ। এর মধ্যে অন্যতম আলোচিত বিষয় অভিনেত্রী রেখার সঙ্গে তার প্রেম। বলিপাড়ায় অনেকেই ধারণা করেন, অমিতাভের জন্যই এখনো মঙ্গলসূত্র ও সিঁদুর পরেন রেখা। যদিও তাদের সম্পর্কে কেন চিড় ধরেছিল তা এখনো সকলের কাছে রহস্য।

রেখার সঙ্গে বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। কিন্তু হঠাৎ করেই সিনেমায় জুটি বাঁধা বন্ধ করেন তারা। এর মূল কারণ অমিতাভের স্ত্রী জয়া বচ্চন। রেখার সঙ্গে পর্দায় অমিতাভের রসায়ন মেনে নিতে পারতেন না জয়া। শেষ পর্যন্ত অমিতাভও রেখার সঙ্গে অভিনয় না করার সিদ্ধান্ত নেন।

১৯৭৮ সালে স্টারডাস্ট ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ‘মুকাদ্দার কা সিকান্দার’ সিনেমার প্রদর্শনীতে যাওয়ার স্মৃতিচারণ করেন রেখা। সেখানে অমিতাভ-জয়াও ছিলেন। রেখা বলেন, ‘মুকাদ্দার কা সিকান্দার সিনেমার ট্রায়াল শোয়ে আমি প্রজেকশন রুম থেকে পুরো বচ্চন পরিবারকে দেখছিলাম। জয়া প্রথম সারিতে ছিলেন। অমিতাভ ও তার মা-বাবা পরের সারিতে। আমি জয়াকে যতটা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম অন্য কেউ পাচ্ছিল না। অমিতাভ ও আমার ঘনিষ্ঠ দৃশ্য দেখে জয়ার চোখে পানি এসেছিল।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘মুকাদ্দার কা সিকান্দার সিনেমার ট্রায়াল শোয়ের এক সপ্তাহ পর ইন্ডাস্ট্রির সবাই বলাবলি শুরু করে, অমিতাভ প্রযোজকদের জানিয়েছেন, তিনি আমার সঙ্গে অভিনয় করবেন না। সবাই আমাকে এটি জানালেও তিনি এই বিষয়ে আমাকে একটি কথাও বলেননি।’

রেখা নিজেও এই বিষয়ে অমিতাভকে সরাসরি প্রশ্ন করেছেন। তবে এই অভিনেতা কোনো মন্তব্য করেননি। রেখা বলেন, “যখন আমি এই বিষয়ে তাকে প্রশ্ন করি তিনি বলেন, ‘আমি কোনো কথা বলব না। আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করবে না।”

এখানেই শেষ নয়, বিষয়টি নিয়ে জয়া বচ্চনের সঙ্গেও রেখার কথা হয়েছে। এই অভিনেত্রী বলেন, “জয়া যখন বুঝতে পারলেন তার স্বামী মনের দিক থেকেও আমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে তখন বিষয়টি তাকে কষ্ট দিতে শুরু করে। তিনি আমাকে একদিন নৈশভোজে ডাকেন। সেদিন আমরা অমিতাভকে ছাড়া সব বিষয়েই কথা বলি। তবে সেদিন চলে আসার আগে জয়া আমাকে বলেন, ‘যা কিছু হোক না কেন আমি অমিতাভকে ছেড়ে যাব না।”

অমিতাভ কেন তার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন জানতে চাইলে ১৯৮৪ সালের নভেম্বরে ফিল্মফেয়ার ম্যাগাজিনকে রেখা বলেন, ‘তিনি এটি কেন করবেন না? নিজের ইমেজ, পরিবার, সন্তানদের রক্ষা করতেই তিনি এটি করেছেন। আমার কাছে বিষয়টি ভালোই মনে হয়েছে। লোকে কী বলল এটি নিয়ে আমার কিছু যায় আসে না। তার প্রতি আমার অথবা আমার প্রতি তার ভালোবাসা সম্পর্কে মানুষ কী জানে? আমি তাকে ভালোবাসি, তিনি আমাকে ভালোবাসেন, এটিই যথেষ্ট। অন্যরা কী ভাবলো এটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তিনি যদি একান্ত আমাকে সেটি বলত তাহলে হতাশ হতাম। আপনাদের কাছে প্রশ্ন, তিনি কী কখনো সেটি করেছেন? তাই জনসম্মুখে তিনি কী বললেন এটি নিয়ে মাথা ঘামাবো কেন? সবাই হয়তো বলবেন, বেচারি রেখা, তার প্রতি পাগল ছিল। হয়তো এই করুণায় আমার প্রাপ্য। জনাব বচ্চন এখনো পুরোনো ধারণায় বিশ্বাসী। তিনি কাউকে কষ্ট দিতে চান না, তাহলে তার স্ত্রীকে কেন কষ্ট দিবেন?’