সারা বাংলা

সিলেটে লকডাউনে বিধি ভঙ্গের অভিযোগে ৭৬ গাড়ী আটক

করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের সপ্তম দিন বুধবার (০৭ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ছয় থানা এলাকায় ৭৬ যানবাহন আটক এবং ৫৮টির বিরুদ্ধে মামলা হয়েছে।

এসএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগের সাথে গোয়েন্দা পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্সের যৌথ সমন্বয়ে নগরের ৩২টি স্থানে তল্লাশী চৌকি (চেকপোস্ট) বসিয়ে লকডাউন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বিএম আশরাফ উল্যাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

এসব যানবাহনের মধ্যে আছে- সিএনজি চালিত অটোরিকশা ২২টি, মোটরসাইকেল ২৩টি, প্রাইভেটকার ১৫টি এবং ১৬টি অন্যান্য যানবাহন।

লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এদিকে লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করার অপরাধে সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ছয় থানা এলাকার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৮১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।