ছন্দহীন সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। কোনোভাবেই নিজের ছায়া থেকে বের হতে পারছেন না। বাজে ফর্মের প্রভাব পড়েছে টেস্ট র্যাংকিংয়েও, ছয় বছর পর প্রথমবার দশের বাইরে ভারতের সাবেক অধিনায়ক। হতাশাজনক সময় থেকে বেরিয়ে আসতে ডানহাতি ব্যাটসম্যানকে তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকার পরামর্শ দিলেন মাইকেল ভন।
সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়েও রানের দেখা পাচ্ছেন না কোহলি। ২০১৯ সালের পর থেকে দেখা নেই কোনো সেঞ্চুরি। দিনকে দিন অবনতি হচ্ছে তার। এজবাস্টন টেস্টে করেছেন মাত্র ১১ ও ২০ রান।
তারকা এই ব্যাটসম্যানের হঠাৎ করে অন্ধকারে চলে যাওয়ার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন। বিশ্রাম পাচ্ছেনও কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না। আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দল থেকেও বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এমনকি টি-টোয়েন্টি সিরিজেও রাখা হবে না বলে শোনা যাচ্ছে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভনের মতে, তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকা কোহলির জন্য ভালো হবে। তিনি বলেছেন, ‘বিরাটকে নিয়ে আমি ভাবি। আমি জানি আইপিএল শেষে সে বিশ্রাম পেয়েছিল। কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার লম্বা ছুটি প্রয়োজন। তিন মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে তাকে। যাও, সমুদ্র সৈকতে কিছুক্ষণ বসে থাকো।’
পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ তার, ‘যাও। তোমার পরিবারের সঙ্গে সময় কাটাও যতটা পারো। তিন মাসের বিশ্রাম, এটা কি তার ওপর খারাপ প্রভাব ফেলবে? না। এটা কি তাকে সাহায্য করবে? হ্যাঁ।’