রাজধানীর বনানীতে একটি বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল। ওই ফ্ল্যাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আছে।
রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মেহেদী হাসান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে বনানীর ১১ নম্বর সড়কের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান শুরু করা হয়। সেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’