পরিচ্ছন্ন, ছিমছাম আর সাজানো-গোছানো শহর হিসেবে রাজশাহীর খ্যাতি দেশজুড়ে। শহরে ঘুরে বেড়ানোর জন্য গণপরিবহন বলতে রিকশা আর অটোরিকশা। তবে এখন থেকে বাইক ভাড়া নিয়েও রাজশাহী শহরে ঘুরে বেড়ানো যাবে। স্কুট লিমিটেড নামের প্রতিষ্ঠান মাত্র দুই টাকা মিনিট হিসাবে ইলেকট্রিক বাইক ভাড়া দেওয়া শুরু করেছে। গত ২২ আগস্ট শহরে এ সার্ভিস চালু হয়েছে। এই সেবা ইতোমধ্যে শহরে সাড়া ফেলেছে।
স্কুট লিমিটেডের সঙ্গে সম্পৃক্তরা জানান, তাদের প্রতিষ্ঠান প্রথমবারের মতো এ সার্ভিস চালু করে বিভাগীয় শহর খুলনায়। সেখানে ভাল সাড়া পেয়ে রাজশাহীতে সার্ভিসটি আনা হয়েছে। আপাতত ৮টি ইলেকট্রিক বাইক দিয়ে সার্ভিস চালু করা হয়েছে। এতে তারা বেশ সাড়া পেয়েছেন। আগামীতে বাইকের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে তাদের।
এখন নগরীর ভদ্রা মোড়ে বুথ স্থাপন করে বাইক ভাড়া দেওয়া হচ্ছে। সোমবার (২৮ আগস্ট) বিকালে সেখানে গিয়ে দেখা যায়, বাইক ভাড়া নেওয়ার জন্য তরুণ-তরুণীরা আসছেন। কিন্তু এ দিন সবগুলো বাইকের চার্জ শেষ হয়ে যাওয়ায় স্কুটের পক্ষ থেকে বাইক দেওয়া সম্ভব হচ্ছে না। এ দিন বাইক না পেলেও ভাড়া নিতে আগ্রহীরা নিজের নামটি স্কুটের সার্ভারে নিবন্ধন করে নিচ্ছেন। কারণ, কেবল নিবন্ধিত গ্রাহকেরাই বাইক ভাড়া নিতে পারবেন। বুথে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও ছবি দিয়ে মাত্র কয়েক মিনিটেই নাম নিবন্ধন করিয়ে দেওয়া হচ্ছে। নাম নিবন্ধন করতে দিতে হচ্ছে ২০ টাকা। একবার নাম নিবন্ধন করে নিলেই যখন ইচ্ছা তখন বাইক ভাড়া নিতে পারবেন ১৮ বছরের বেশি বয়সী যে কেউ।
স্কুটের রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বুথ অপারেটর আফসার আবদুস সামির জানালেন, এখন শুধু ভদ্রা মোড়ের বুথ থেকে বাইক ভাড়া দেওয়া হচ্ছে। আপাতত ৮টি ইলেকট্রিক বাইক দিয়ে পরীক্ষামূলকভাবে তারা এ সেবা চালু করেছেন। আগামী সপ্তাহেই আরও ৭টি বাইক যোগ হবে বহরে। তারপর নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ মোড়ে মোড়েও বুথ বসানো হবে। সব বুথেই থাকবে ১৫টি করে বাইক।
তিনি জানান, তাদের বাইক ভাড়া নেওয়ার জন্য বেশকিছু শর্ত রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- বাইক নিয়ে শহরের বাইরে যাওয়া যাবে না। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরতে হবে। বাইক নিয়ে যাওয়ার পর কোনো ক্ষয়ক্ষতি হলে তার দায়ভার রাইডারকেই নিতে হবে। আর বাইক রাখার জন্য প্রতি মিনিটের জন্য দিতে হবে ২ টাকা।
এই টাকায় বাইক ভাড়া পেয়ে খুশি রাইডাররাও। রাজশাহী কলেজের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী শামীম রেজা বাইক ভাড়া নিতে গিয়ে বলেন, ‘অনলাইনে এই সেবাটার কথা জানতে পেরে এসেছি। শহরে এ ধরনের সেবা চালু হওয়ায় খুব খুশি হয়েছি। মাত্র ২ টাকা মিনিটে আমরা বাইক নিয়ে ঘুরে বেড়াতে পারব। এই টাকা খুব বেশি না। রিকশায় ঘুরতেও এর চেয়ে বেশি খরচ হয়।’
স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক রহমান বলেন, ‘একবার চার্জ দেওয়ার পর একটি বাইক ৭০ কিলোমিটার চলে। কিন্তু রাইডারদের মধ্যে এত বেশি সাড়া পেয়েছি যে বিকালের আগেই সব বাইকের চার্জ শেষ হয়ে যাচ্ছে। তখন আর রাইডারদের বাইক দিতে পারছি না। এ জন্য আমরা বাইকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছি। দ্রুতই আমাদের বাইকের সংখ্যা বাড়ানো হবে।’