সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুগ্ম সচিব নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে, নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ায় বুধবার (২৭ ডিসেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
কুমিল্লা-১১ আসনের নৌকার প্রার্থী সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নির্বাচনী সভায় তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে তাকে এ নোটিশ পাঠানো হয়।
কুমিল্লা-১১ আসনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ সাইফুর রহমান তাকে নোটিশ পাঠান। নোটিশে আগামী ১ জানুয়ারি সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।
এ বিষয়ে কিবরিয়া মজুমদার বলেন, আমার বাড়ি ওই এলাকায়। নৌকার প্রার্থীর সঙ্গে দেখা করতে গেলে আমাকে নির্বাচনী সমাবেশের মঞ্চে বসানো হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, এ ধরনের তথ্য জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি।
স্থানীয় সূত্রে জানা যায়, কিবরিয়া মজুমদার একসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির (এ কে এম এনামুল হক শামীম ও ইসহাক আলী খান পান্না পরিষদ) সহশিক্ষা সম্পাদক ছিলেন।
চলতি বছরের ২২ মার্চ থেকে আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে আছেন। এর আগে, ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত রেল মন্ত্রণালয়ে ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নৌকার প্রার্থীর সমাবেশে তাকে দেখা গেছে। কিবরিয়া মজুমদারের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের কোরকরা গ্রামে।