কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. ফজলুল করিম নামে ৭০ বছর বয়সী এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ফজলুল করিম। ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ফজলুল করিমকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী নাজমুল। তিনি বলেন, আজ সকালে কয়েদি ফজলুল করিম কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। চিকিৎসক সকাল ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ফজলুল করিম কোন মামলায় কারাবন্দি ছিলেন, তা আমরা বলতে পারব না। তার কয়েদি নম্বর ৯৯৩৬/এ। ফজলুল করিমের বাবার নাম এ ইউ এম ওয়াজী উল্লাহ। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। ময়নাতদন্তের জন্য ফজলুল করিমের মরদেহ ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেছেন, ফজলুল করিমের মরদেহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে। পরে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।