‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস’ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সরকারি বাঙলা কলেজ।
রোববার (৩১ ডিসেম্বর) এফডিসিতে ‘কেবল আইন দিয়ে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব নয়’ শীর্ষক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
প্রতিযোগিতায় সেরা বক্তার হয়েছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিতার্কিক প্রিয়া দেব।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের দেশের সেরা ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা ও রানার্স আপ দলকে ৭৫ হাজার টাকা এবং সনদপত্র দেওয়া হয়। সেরা বক্তা পান ক্রেস্ট, সনদপত্র ও ২৫ হাজার টাকা।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক সেলিম মালিক, ডক্টর মুহাম্মদ শাহ আলম চৌধুরী ও সাংবাদিক আরাফাত আরা। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সভাপতি মোহাম্মদ আবুল বাশার ও বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন।