চট্টগ্রামের পটিয়ায় পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মাদ্রাসাছাত্ররা অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। মাদ্রাসাছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।