বরিশালে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪২ রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ঢালে ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এসব পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, বাসের ভেতর পতিত একটি ব্যাগের মধ্যে বাক্স খুলে ৪২ রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ম্যাগজিন পাওয়া যায়। তবে ব্যাগের মালিককে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ওই ব্যাগে কিছু কাপড়, দুটি মোবাইল ও কিছু কাগজপত্র পাওয়া গেছে। এসব এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার বলেন, এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।